Add

Add

প্রফেশনালদের মতো ছবি এডিটর করতে চান? তাহলে নিচের সফটয়্যারটা আপনার জন্যই। আপনারা অনেকে অবশ্য ভাবছেন ফটোশপের মতো হবে না। আপনি এই সফটয়্যার দিয়ে যদি কোন ছবি এডিট করেন তবে যে কেউ বলবে যে এই কাজ ফটোশপ ছাড়া সম্ভব নয়। কথায় বলে না All good things come in small packages. এটাও তেমনিই। তবে পুরোপুরি ফটোশপ নয়। এটা দিয়ে ছবি এডিট না করা পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না। 

প্রফেশনালদের মতো ছবি এডিট করে প্রফেশনাল ছবি এডিটর হয়ে যান



PhotoInstrument software.

সফটয়্যারটা দিয়ে আপনি নিম্নলিখিত কাজগুলো করতে পারবেনঃ

○ বিকৃত চেহারা যেমন চেহারার কালও দাগ, লাল দাগ প্রভৃতি মোছা যায়।
○ দেহের যেকোনও অংশ রোগা বা মোটা করা যায়।
○ ছবির মধ্যে অবস্থিত যে কোনো অবাঞ্ছিত অংশ বাদ দেওয়া যায় [অবশ্য তা অনেক সময় ছবির ওপর নির্ভর করে]। 
○ রেডআই সমস্যা দূর করা যায়।
○ চামড়া পরিষ্কার অর্থাৎ সাদা করা যায়।
○ হলিউডের মতো মেকাপ করা যায়…. প্রভৃতি। 

প্রফেশনালদের মতো ছবি এডিট করে প্রফেশনাল ছবি এডিটর হয়ে যান

প্রফেশনালদের মতো ছবি এডিট করে প্রফেশনাল ছবি এডিটর হয়ে যান


ডাউনলোড করতে হলেঃ-


সিরিয়াল কি এবং ইউজার নেম যথাক্রমে

Email Address: revenge@crew.com
Registration Key: 02-UYNOGJIG 

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
BD Health © 2016. All Rights Reserved. Design By Novera
Top