বিশ্বকাপের আনন্দে উদ্বেলিত পৃথিবীর সকল ফুটবলপ্রেমী। হাসি আনন্দ আর বেদনার সংমিশ্রনে ফুটবল উদযাপন করছে সবাই। এযেন হরেক জাতির সম্মিলনে এক দেশ। এরই মাঝে প্রিয়দলের জিতে যাওয়ায় যেমন আনন্দের ফুল্গুধারা বয়ে যায়, তেমনি দল হেরে গেলে চোখের পানিতে ভেসে যায় ভক্তদের চোখ। এবারের বিশ্বকাপ শুরু থেকেই অনেকগুলো অঘটনের জন্ম নিয়েছে। প্রথম রাউন্ড থেকে ইতোমধ্যেই ফেভারিট স্পেন এবং ইংল্যান্ড পাত্তারি গুটিয়েছে। দ্বিতীয় রাউন্ড আসতে আসতে হয়তো বিদায় নিতে হবে আরও কয়েকটি ফেভারিট দলকে। সেই শঙ্কায় দিন কাটছে ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপ শুরু থেকে এযাবৎ চলাকালীন খেলার বিভিন্ন সময়কার কিছু ছবি তুলে ধরা হলো বাংলামেইলের পাঠকদের জন্য।
0 comments Blogger 0 Facebook
Post a Comment