Add

Add

বিশ্বকাপের আনন্দে উদ্বেলিত পৃথিবীর সকল ফুটবলপ্রেমী। হাসি আনন্দ আর বেদনার সংমিশ্রনে ফুটবল উদযাপন করছে সবাই। এযেন হরেক জাতির সম্মিলনে এক দেশ। এরই মাঝে প্রিয়দলের জিতে যাওয়ায় যেমন আনন্দের ফুল্গুধারা বয়ে যায়, তেমনি দল হেরে গেলে চোখের পানিতে ভেসে যায় ভক্তদের চোখ। এবারের বিশ্বকাপ শুরু থেকেই অনেকগুলো অঘটনের জন্ম নিয়েছে। প্রথম রাউন্ড থেকে ইতোমধ্যেই ফেভারিট স্পেন এবং ইংল্যান্ড পাত্তারি গুটিয়েছে। দ্বিতীয় রাউন্ড আসতে আসতে হয়তো বিদায় নিতে হবে আরও কয়েকটি ফেভারিট দলকে। সেই শঙ্কায় দিন কাটছে ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপ শুরু থেকে এযাবৎ চলাকালীন খেলার বিভিন্ন সময়কার কিছু ছবি তুলে ধরা হলো বাংলামেইলের পাঠকদের জন্য।

জাপানি এক ফুটবল ভক্তের কান্ড
হেরে যাওয়ার পর কান্নারত এক ব্রিটিশ ভক্ত
যুক্তরাষ্ট্রের এক সুন্দরী নারী সমর্থক
ইতালির বিপক্ষে জিতে যাওয়ায় কান্নারত কোস্টারিকার ভক্তরা
জার্মান সমর্থক দলের উল্লাস
মেসির দ্বিতীয় গোল উদযাপন
ইকুয়েডর সমর্থকের হতাশা
স্পেনের বিরুদ্ধে চিলির জয়
মারে বস্তির সামনে ক্রীড়ারত ব্রাজিলিয়ান কিশোর
অস্ট্রেলিয়ার জালে চিলির গোল
ব্রাজিলের এক বয়স্ক সমর্থক
দ্রগবাকে ঘিরে জাপানি দুই খেলোয়াড়
প্রশিক্ষণ শিবিরে বসনিয়ার ফুটবলাররা
বিশ্বকাপ ফুটবলপ্রেমীরা
স্টেডিয়ামে যেতে না পারা এক বয়স্ক ব্রাজিলীয় সমর্থক
ব্রাজিলের আদিবাসী
ব্রাজিলে প্রতিবাদরত এক কর্মী
ক্রোয়েশিয়ার ফুটবল ভক্তরা
আর্জেন্টিনার পতাকার সাজে সজ্জিত তরুনীরা
ইরানের দলপতি জাবেদ নেকুওমান
কলম্বিয়ার ‘ক্রেজি’ দর্শক
মানাউসে সাম্বা
কোস্টারিকার ভক্ত তরুনী
মাছের চোখে মানাউসের স্টেডিয়াম
হরেক জাতির মিলন মেলা

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
BD Health © 2016. All Rights Reserved. Design By Novera
Top