বাজার এ এখন নানা রকমের ক্লোন আর মাস্টারকপি ফোন দিয়ে ভরে গেছে। কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় নাহ। এদের প্রতারনার শিকার হয়েছেন এরকম অনেকই আছে। আপনাকে যাতে আর ধরা খেতে না হয় সে জন্যই আসলে এই পোষ্টটি করা।

☼ কীভাবে বুঝবেন যে আপনার ফোনটা আসল?
♦ প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
♦ তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে)।

♦ তারপর CHECK এ ক্লিক করুন।
♦ অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)।

♦ আপনার ফোন কি অরিজিনাল? নাকি ক্লোন/ মাস্টারকপি!! খুব সহজে আপনি দেখে নিন।
♦ Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
♦ নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির IMEI দিলে কিছু আসবে না।

♦ আপনার মোবাইলটি আসল নাকি ক্লোন(নকল)??? খুব সহজে আপনি দেখে নিন।
বিঃদ্রঃ - এভাবে আপনি আপনার ফোনটি আসল নাকি নকল অথবা মাস্টারকপি তা সহজেই ধরতে পারবেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ।
0 comments Blogger 0 Facebook
Post a Comment