আজকে একটা পোষ্ট দেখার পর পড়ে আমি পুরাই টাস্কিত! পিসি-হ্যাকিং-এর টিউটোরিয়াল! :O

পিসি-হ্যাকিং!!এবার Dos Attack এবং ip address ব্যাবহার করে অন্য কম্পিউটারের শেয়ারড ড্রাইভে প্রবেশ করুন!!
Dos Attack নামটা দেখে একটু মন কেমন করে উঠল! :P DoS Attack কি সেটা একটু বলে নেই। Denial-of-service attack কে সংক্ষেপে DoS Attack বলে, যার নীতি হচ্ছে মাত্রাতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে কোন সার্ভিস বন্ধ/হ্যাং করে দেয়া। যাই হোক এটা নিয়ে ত্যানা না পেচাই।
পোস্টে ঢুকে যা বুঝলাম তা হল ল্যানের কোন আইপি স্টার্ট-> রান এ 192.168.25.25 এরকম একটি আইপি লেখলে যা হবে তাই। মানে যার আইপি লেখবেন সে যদি পিসিতে কিছু শেয়ার দিয়ে রাখে তাহলে সেটা দেখতে পারবেন। এর মধ্যে হ্যাকের কিছু নাই! :P
আপনি এই কাজ করতে চাইলে যেকোন একটা নেটস্ক্যানার ডাউনলোড করে নিন। তাই এই ধরনের কিছু করার/শেখার আগে লেখকের জ্ঞান যাচাই করে নিন। :)
বিঃদ্রঃ - আমার এই পোস্টের উদ্দেশ্য কাউকে ছোট করা না, কিছু ভুল ধারনা শুধরে দেয়া! :)
0 comments Blogger 0 Facebook
Post a Comment