Add

Add

আজকে একটা পোষ্ট দেখার পর পড়ে আমি পুরাই টাস্কিত! পিসি-হ্যাকিং-এর টিউটোরিয়াল! :O

হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং টিউটোরিয়াল,


পিসি-হ্যাকিং!!এবার Dos Attack এবং ip address ব্যাবহার করে অন্য কম্পিউটারের শেয়ারড ড্রাইভে প্রবেশ করুন!!

Dos Attack নামটা দেখে একটু মন কেমন করে উঠল! :P DoS Attack কি সেটা একটু বলে নেই। Denial-of-service attack কে সংক্ষেপে DoS Attack বলে, যার নীতি হচ্ছে মাত্রাতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে কোন সার্ভিস বন্ধ/হ্যাং করে দেয়া। যাই হোক এটা নিয়ে ত্যানা না পেচাই।

পোস্টে ঢুকে যা বুঝলাম তা হল ল্যানের কোন আইপি স্টার্ট-> রান এ 192.168.25.25 এরকম একটি আইপি লেখলে যা হবে তাই। মানে যার আইপি লেখবেন সে যদি পিসিতে কিছু শেয়ার দিয়ে রাখে তাহলে সেটা দেখতে পারবেন। এর মধ্যে হ্যাকের কিছু নাই! :P

আপনি এই কাজ করতে চাইলে যেকোন একটা নেটস্ক্যানার ডাউনলোড করে নিন। তাই এই ধরনের কিছু করার/শেখার আগে লেখকের জ্ঞান যাচাই করে নিন। :)

বিঃদ্রঃ - আমার এই পোস্টের উদ্দেশ্য কাউকে ছোট করা না, কিছু ভুল ধারনা শুধরে দেয়া! :)

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
BD Health © 2016. All Rights Reserved. Design By Novera
Top